• শেখ শাহজাহানের সিবিআই হেফাজতের মেয়াদ বাড়ল
    আজকাল | ১০ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ সন্দেশখালি কাণ্ডে ধৃত শেখ শাহজাহানের সিবিআই হেফাজতের মেয়াদ বাড়ল। সিবিআইয়ের আবেদন মেনে আরও চার দিন হেফাজতের মেয়াদ বাড়াল বসিরহাট মহকুমা আদালত। প্রসঙ্গত, রবিবার শেখ শাহজাহানকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হয়। শুনানিতে সিবিআই জানায়, শাহজাহানকে জেরা করে আরও তথ্যপ্রমাণ সংগ্রহ কা প্রয়োজন। এই মর্মে হেফাজতের আবেদন জানায় সিবিআই। শুনানির পর রায়দান স্থগিত রেখেছিল আদালত। অবশেষে আদালত জানায়, শাহজাহানের সিবিআই হেফাজতের মেয়াদ আরও চার দিন বাড়ল। এদিকে আদালত চত্বরে এদিন উপস্থিত ছিলেন শাহজাহানের মেয়ে। মেয়ের দাবি, ‘‌বাবা নির্দোষ।’‌ ‌‌‌গত ২৯ ফেব্রুয়ারি শাহজাহানকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ। বসিরহাট আদালত তাঁকে ১০ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছিল। সিআইডির হেফাজতে থাকার পর কলকাতা হাইকোর্টের নির্দেশে শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছিল। সন্দেশখালিকাণ্ডের তদন্তের ভার গিয়েছে সিবিআইয়ের হাতে। তাই শাহজাহানকে আরও জেরা করার জন্য হেফাজতে চেয়েছিল সিবিআই। আদালত তা মঞ্জুর করল।  
  • Link to this news (আজকাল)