• ব্রিগেডে তৃণমূল, দুপুরে সন্দেশখালিতে সভা বিজেপির
    আজকাল | ১০ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বাংলার রাজনীতিতে এক কথায় হাইভোল্টেজ রবিবার। একদিকে যখন ব্রিগেডে সভা করছে রাজ্যের শাসক দল, ঠিক সেদিনই সভা রয়েছে বিজেপিরও। সভাস্থল সন্দেশখালি। গত কয়েকদিন ধরে এই সন্দেশখালিকে কেন্দ্র করেই উত্তপ্ত বাংলার রাজ্য-রাজনীতি। তৃণমূলের জনগর্জনের দিনেই, সন্দেশখালিতে সভা করার কথা আগেই জানিয়েছিল গেরুয়া শিবির। যদিও পুলিশ তাতে অনুমতি দেয়নি। একই আর্জি নিয়ে বিজেপি আদালতের দ্বারস্থ হলে, ৮ মার্চ আদালত সুকান্ত-শুভেন্দুকে সভার অনুমতি দেয়। সঙ্গে দেওয়া হয় শর্ত। আদালত জানায়, ন্যাজাটের দক্ষিণ আক্রাতলায় সভা করতে পারবে বিজেপি। সভার সময় হতে হবে সকাল ১০ টা থেকে বিকেল ৫টার মধ্যে। একই সঙ্গে জানানো হয়, সভায় কোনও রকম উস্কানিমূলক মন্তব্য করা যাবে না। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ শুক্রবার এই নির্দেশ দেয়।তারপরেই সভার প্রস্তুতি শুরু করে বিজেপি। রবিবার দুপুর ১২টায় সভা বিজেপির। বক্তব্য রাখবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
  • Link to this news (আজকাল)