• ৪২ প্রার্থীকে নিয়ে ব়্যাম্পে হাঁটলেন মমতা
    আজকাল | ১০ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মূল মঞ্চের সামনে ৩২০ ফুট লম্বা ব়্যাম্প। সামনে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি। তাঁর পিছনেই দলের ৪২ জন প্রার্থী। দলের সুপ্রিমোর সঙ্গে ব়্যাম্পে হেঁটে জনসাধারণের মাঝে পৌঁছলেন তৃণমূল প্রার্থীরা। রবিবাসরীয় দুপুরে এভাবেই একের পর এক চমকে ব্রিগেড সমাবেশে রীতিমতো ঝড় তুলল শাসক দল। ব্রিগেডের মঞ্চে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। নাম ঘোষণা পর্বেই মমতার সঙ্গে ব়্যাম্পে হাঁটেন রচনা ব্যানার্জি, দেবাংশু ভট্টাচার্য, জুন মালিয়া, সায়নী ঘোষ, মালা রায়, সুদীপ বন্দোপাধ্যায়, মহুয়া মৈত্র, প্রসূন ব্যানার্জি, শত্রুঘ্ন সিনহা, ইউসুফ পাঠান, শতাব্দী রায়েরা। চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় সবচেয়ে বড় চমক প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। বহরমপুর কেন্দ্রের প্রার্থী হয়েছেন তিনি। তাঁর নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস প্রকাশ করেন জনসাধারণ। সমাবেশের আগেই দলের তরফে জল্পনার অবসান ঘটানো হয়। রাজ্যে প্রথমবার জনসমাবেশে লোকসভার প্রার্থীদের নাম ঘোষণা করেন মমতা। "জনগর্জন সভা"তেই প্রার্থীদের সঙ্গে ব়্যাম্পে হাঁটার ঘোষণা করেন তিনি। আনুষ্ঠানিকভাবে আজ মমতার হাত ধরেই লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন তৃণমূলের ৪২ জন প্রতিনিধি।
  • Link to this news (আজকাল)