• ব্রিগেড থেকে ৪২ প্রার্থীর নাম ঘোষণা তৃণমূলের
    আজকাল | ১০ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: তৃণমূলের এবারের ব্রিগেড শুধু পরিকাঠামো এবং পরিকল্পনাতেই আলাদা নয়। ব্রিগেড সমাবেশ শুরুর আগেই যা জানা গিয়েছিল, তাতেই বোঝা গিয়েছিল এই ব্রিগেড নজিরবিহীন। প্রথমবার কোনও জনসমাবেশে লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। রবিবার ব্রিগেডে "জনগর্জন সভা"য় দাঁড়িয়ে ৪২ টি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। স্বাভাবিক ভাবেই নজর ছিল এই প্রার্থী তালিকার দিকে। ৪২ আসনে, কে পেলেন কোন কেন্দ্র-আলিপুরদুয়ার- প্রকাশ চিক বরাইক আরামবাগ- মিতালি বাগআসানসোল- শত্রুঘ্ন সিনহাবহরমপুর- ইউফূফ পাঠানবালুরঘাট- বিপ্লব মিত্র বনগাঁ- বিশ্বজিৎ দাসবাঁকুড়া- অরূপ চক্রবর্তীবিষ্ণুপুর- সুজাতা খাঁবারাসত- কাকলি ঘোষ দস্তিদারবর্ধমান পূর্ব- শর্মিলা সরকারব্যারাকপুর- পার্থ ভৌমিকবসিরহাট- হাজিনুরুল ইসলাম বীরভূম-শতাব্দী রায়বোলপুর- অসিত কুমার মালবর্ধমান-দুর্গাপুর- কীর্তি আজাদকোচবিহার- জগদীশ চন্দ্র বাসুনিয়াদার্জিলিং- গোপাল লামা ডায়মন্ড হারবার- অভিষেক ব্যানার্জিদমদম- সৌগত রায় ঘাটাল- দীপক অধিকারী (দেব)হুগলি- রচনা ব্যানার্জিহাওড়া- প্রসূণ ব্যানার্জিযাদবপুর- সায়নী ঘোষজলপাইগুড়ি- নির্মল চন্দ্র রায় জঙ্গিপুর- খলিলুর রহমান ঝাড়গ্রাম- কালীপদ সরেনজয়নগর- প্রতিমা মণ্ডলকাঁথি- উত্তম বারিককলকাতা দক্ষিণ- মালা রায় কলকাতা উত্তর- সুদীপ ব্যানার্জিকৃষ্ণনগর- মহুয়া মৈত্রমালদহ দক্ষিণ- শাহনওয়াজ আলি রাহয়ানমালদহ উত্তর- প্রসূণ ব্যানার্জি মথুরাপুর- বাপী হালদার মেদিনীপুর- জুন মালিয়ামুর্শিদাবাদ- আবু তাহের খান পুরুলিয়া- শান্তিরাম মাহাতোরায়গঞ্জ- কৃষ্ণ কল্যাণী রানাঘাট- মুকুটমণি অধিকারীশ্রীরামপুর- কল্যাণ ব্যানার্জিতমলুক- দেবাংশু ভট্টাচার্যউলুবেড়িয়া- সাজদা আহমেদ
  • Link to this news (আজকাল)