• আজ ব্রিগেডে লোকসভার প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূলের
    আজকাল | ১০ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নজিরবিহীন। প্রথমবার কোনও জনসমাবেশে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল। রাজ্যবাসী প্রথমবার এর সাক্ষী থাকবেন আজ। রবিবার ব্রিগেডে "জনগর্জন সভা"য় ৪২ টি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় একাধিক চমক রয়েছে। তালিকায় কারা বাদ পড়বেন, কারা নতুন টিকিট পাবেন, তা জানা যাবে আর কিছুক্ষণেই। মূলত কালীঘাটে, বা তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে প্রার্থী তালিকা প্রকাশ করেন মমতা। এবার নির্বাচনের শুরুতেই বড় চমক নিয়ে হাজির হচ্ছে তৃণমূল। আজকের সভাতেই লোকসভা নির্বাচনের প্রার্থীদের সঙ্গে জনসাধারণের পরিচয় করাবেন মমতা। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই ইতিমধ্যেই প্রথম দফায় বিজেপি, কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করেছে। ২ মার্চ বাংলায় ১৯টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। এবার তৃণমূলের প্রার্থী তালিকার দিকে নজর সকলের।
  • Link to this news (আজকাল)