• tmc jono gorjon sova: ১১ লক্ষ লোকের বাড়ি তৈরি করে দেব, ব্রিগেডে বিরাট ঘোষণা মমতার
    আজ তক | ১০ মার্চ ২০২৪
  • কেন্দ্রীয় সরকার আবাস যোজনার বাড়ির টাকা না দিলে রাজ্য সরকারই বাড়ি তৈরি করে দেবে বলে আজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ব্রিগেডে জনগর্জন সভায় বক্তব্য রাখতে গিয়ে এই ঘোষণা করেন মমতা। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার ১১ লক্ষ লোকের বাড়ি তৈরির টাকা আটকে রেখেছে। আমরা ১ মে পর্যন্ত অপেক্ষা করব। যদি টাকা না দেয় তাহলে আমরা নিজেরা বাড়ি তৈরি করে দেব।'

    মুখ্যমন্ত্রী বলেন, 'কেন্দ্রীয় সরকার আমাদের টাকা কেটে নিয়ে যাচ্ছে। আর সেই টাকা ফেরত দিচ্ছে না। যত কেন্দ্রীয় প্রকল্প বন্ধ হয়ে পড়ে আছে, সেগুলি আমরাই করব। যাদের কথার দাম নেই, তাদের আবার কীসের গ্যারান্টি। ভোট এলেই ১০০ টাকা গ্যাসের দাম কমানো হয়। ১০০ দিনের কাজ হল সংবিধানের গ্যারান্টি, মোদী কীসের গ্যারান্টি দিচ্ছেন? ৫৯ লক্ষ মানুষকে ১০০ দিনের কাজের টাকা দেয়নি মোদী সরকার। না দিয়েই বলছেন, খেয়ে ফেলেছে। আমাদের টাকা আমাদেরই দিচ্ছে না। আমরা পথশ্রী করে দিয়েছি। গঙ্গসাগর সেতু, ঘাটাল মাস্টার প্ল্যান সহ সব প্রজেক্ট আমরাই করব।'

    কয়েকদিন আগেই বাংলায় তিনটি মেট্রো প্রকল্পের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিষয়েও তোপ দাগেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, '১৮ জনকে সাংসদ করেছিলেন। কেন্দ্র ধরে দেখুন কী কাজ হয়েছে। আমি মেট্রো রেলের জন্য টাকা বরাদ্দ করে রেখেছিলাম, আর উনি ফিতে কাটছেন। আপনাদের আধার কার্ড কেড়ে নিয়েছিল, আমার গর্জন শুনে থমকে গেল। নির্বাচনের আগে আপনাদের বাংলাদেশে পাঠিয়ে দিতে চাইবে, আমরা হতে দেব না। এনআরসি হতে দেব না আমরা। আমরা সিএএ করতে দেব না।'
  • Link to this news (আজ তক)