আগে চোর-খুনিদের বিচার করতেন বিচারপতিরা, এখন তাদের হাতে উত্তরীয় পরেন: অভিষেক
আজ তক | ১০ মার্চ ২০২৪
রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকে বিজেপি-র বিরুদ্ধে তীব্র আক্রমণ হানলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বঞ্চনা ইস্যু থেকে শুরু করে, 'বিচারপতি'র যোগদান, সব বিষয়েই এদিন কেন্দ্রের তীব্র তুলোধনা করলেন অভিষেক।
সভায় পৌঁছেই অভিষেক প্রথমে প্রস্তুতির প্রশংসা করেন। ব়্যাম্পে হেঁটে আসার পর তিনি বলেন, 'যে প্রস্তুতি হয়েছে, তাতে অন্য যে কোনও রাজনৈতিক দলের ৬ মাস সময় লেগে যেত। আমরা মাত্র ১২ দিনে সেটা করে দেখিয়েছি।'
এদিন কেন্দ্রের বঞ্চনা ইস্যুতে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অভিষেক। তিনি বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী এসে বলেছেন, গত ৩ বছরে তিনি বাংলায় আবাস প্রকল্পে ৪২,০০০ কোটি টাকা পাঠিয়েছেন। ১৪ ডিসেম্বর ২০২২ তারিখে বাংলার পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল। নরেন্দ্র মোদীর সরকার যদি প্রমাণ করতে পারে গত ৩ বছরে বাংলার আবাস যোজনায় টাকা পাঠানো হয়েছে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব।'
এর পাশাপাশি তিনি বলেন, 'কেউ বলছে, একে একে ছেড়ে চলে যাচ্ছে, ক’দিন পর তৃণমূল দলটাই থাকবে না। আমরা ঠিক করেছিলাম... এদের কাছে টাকা-পয়সা আছে, ইলেকশন কমিশন আছে, ইডি-সিবিআই আছে। তৃণমূলের কাছে মানুষ আছে। একটা প্রতিযোগিতা হোক। আগামীর রায় বাংলা-বিরোধীরা বিদায়।'
লোকসভা ভোটের আগে গত কয়েকদিনে ৪ বার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সেই নিয়েও কটাক্ষ করেন অভিষেক। তিনি প্রশ্ন তোলেন, '২০২১-এ বাংলার বিধানসভা নির্বাচন হয়েছিল। মে-এর ২ তারিখে ফল ঘোষণা হয়েছিল। সেই সময় থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত মোদীজি কতবার এসেছেন?'
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপি যোগদানের প্রসঙ্গও এদিন অভিষেকের বক্তব্যে উঠে আসেন। তিনি বলেন, 'আগে আমাদের দেশে কেউ যখন চুরি বা খুন করত তখন বিচারপতি তাঁদের জেলা পাঠাতেন। আর এখন মোদীজীর আমলে চোরেরা, খুনিরা বিচারপতিকে গলায় উত্তরীয় পরিয়ে স্বাগত জানাচ্ছে।'