প্রদ্যুৎ দাস: লোকসভা নির্বাচনেও এবার সেই নির্মলচন্দ্র রায়ের উপরই ভরসা রাখল তৃণমূল। জলপাইগুড়ি কেন্দ্রে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করল ধূপগুড়ির বিধায়কের। মিষ্টি বিতরণ ও আবির খেলায় মাতলেন দলের কর্মী-সমর্থকরা। শুরু হয়ে গেল প্রচারও।ঘটনাটি ঠিক কী? একুশের বিধানসভা নির্বাচনে ধূপগুড়ি কেন্দ্রটি গিয়েছিল বিজেপি দখলে। প্রথমবার ভোটে দাঁড়িয়েই বিধায়ক নির্বাচিত হয়েছিলেন বিষ্ণুপদ রায়। হারিয়ে দিয়েছিলেন তৃণমূল প্রার্থীকে। কিন্তু বিধানসভার অধিবেশনে যোগ দিতে কলকাতায় প্রয়াত হন ধুপগুড়ির বিধায়ক। এরপর উপনির্বাচনে ঘাসফুল ফোটে ধূপগুড়িতে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৪৩৮৩ ভোটে জিতে যান তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়।