তালিকায় নবীন-প্রবীণ ভারসাম্য! বাংলার ৪২ আসনে প্রার্থীদের নাম ঘোষণা তৃণমূলের...
২৪ ঘন্টা | ১০ মার্চ ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জল্পনা ছিলই। ব্রিগেডে 'জনগর্জন সভা'র মঞ্চ থেকে রাজ্যের ৪২ আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করে দিল তৃণমূল। টিকিট পেলেন কারা? প্রার্থী তালিকায় যেমন রয়েছেন সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো দলের প্রবীণ নেতা, তেমনি জায়গা পেলেন সায়নী ঘোষ, দেবাংশু ভট্টাচার্যরাও। বাদ পড়লেন অর্জুন সিং-সহ ৭ বিদায়ী সাংসদ।
আর বেশি দেরি নেই। লোকসভা ভোটের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। কলকাতায় ঘুরে গিয়েছে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। কবে নির্ঘণ্ট ঘোষণা? ১৩ মার্চ। মন্ত্রিসভার বৈঠকে তেমনই ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। সঙ্গে নির্দেশ, সঙ্গে নির্দেশ, ভোট ঘোষণার আগেই সমস্ত প্রকল্পের কাজ শেষ করতে হবে। এমনকী, নতুন কোন ঘোষণা থাকলে, তাও ১২ তারিখের মধ্যেই করতে হবে। এদিকে ভোটের আগে কেন্দ্রীয় বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সুর চড়াচ্ছে তৃণমূল। আজ, রবিবার সমাবেশ হল ব্রিগেডে। নাম, 'জনগর্জন সভা'। সেই সভা থেকে একে একে রাজ্যের ৪২ আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করলেন অভিষেক। তারপর? যাঁরা প্রার্থী হলেন, তাঁরা মঞ্চে উঠলেন এবং দলনেত্রী মমতার পিছনে পিছনে হাঁটলেন ব়্যাম্পেও।লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী কারা?----