প্রতিশোধের ভোট, প্রার্থীতালিকায় চমক দিয়ে ব্রিগেডে বিজেপির বিরুদ্ধে জনগর্জন অভিষেক-মমতার
প্রতিদিন | ১০ মার্চ ২০২৪
কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ, বিরোধীদের ?বিসর্জনে?র ডাক দিয়ে লোকসভা ভোটের আগে তৃণমূলের ?জনগর্জন সভা?। মূল বক্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্রিগেডের মঞ্চ থেকে কী বার্তা দেন দলনেত্রী, শুনতে ব্রিগেডে লক্ষ-লক্ষ মানুষের জমায়েত। তৃণমূলের সভার প্রতি মুহূর্তের সব আপডেট।
দুপুর ২.২৬: এবার ভোট জেতা-জেতানোর ভোট নয়, প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট, প্রতিরোধের ভোট। মনে রাখবেন কেন্দ্রে যে-ই ক্ষমতায় আসুক, বাংলা থেকে তৃণমূলের প্রতিনিধিদের জেতান। ডাক অভিষেকের।
দুপুর ২.০৮: ?বিচারব্যবস্থার কাছে হাতজোর করছি। মানুষ আপনাদের কাছে বিচারের জন্য যায়। কোনও দলের হয়ে কাজ করবেন না।? বলছেন মমতা। নাম না করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও তোপ দাগলেন তিনি।
দুপুর ২.০০: ?নির্বাচনের আগে বলবে ক্যা দেবে, কিন্তু ব্যা দেবে। অর্থাৎ ব্য়াকআউট করবে। নির্বাচনের পরে ওপাড়ে পাঠিয়ে দেবে। NRC করতে দেব না।? ব্রিগেড থেকে ঘোষণা মমতার।