• Arjun Singh: তৃণমূলে শ্যাম-কূল দুই-ই গেল! এবার কী করবেন অর্জুন সিং?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১১ মার্চ ২০২৪
  • TMC did not field Arjun Singh from Barrackpore:

    বিজেপি থেকে ফেরা অর্জুন সিংকে ব্যারাকপুর থেকে লোকসভার টিকিট দিল না তৃণমূল। এবার ওই কেন্দ্র থেকে জোড়-ফুলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। ব্রিগেডের মঞ্চে অর্জুনের উপস্থিতিতেই পার্থর নাম ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ‘সেনাপতি’র হাত ধরে জোড়-ফুলে দলে প্রত্যাবর্তন হলেও অর্জুনের জায়গা যে তৃণমূলে পাকা নয় সেকথা স্পষ্ট।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)