• TMC Candidate List 2024: প্রার্থী বাছাইয়ে বিজেপির পথেই তৃণমূল! মন্ত্রী-সাংসদ, বিধায়াকরা এবার ভোট ময়দানে
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১১ মার্চ ২০২৪
  • Lok Sabha polls 2024:

    ২০২১ বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদদের প্রার্থী করেছিল বিজেপি। জগন্নাথ সরকার, নীতীশ প্রামানিক, লকেট চট্টোপাধ্যায়, বাবুল সুপ্রিয়কে ওই নির্বাচনে প্রার্থী করেছিল গেরুয়া শিবির। এমনকী দলের সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়কেও বিধানসভা ভোটে প্রার্থী করেছিল বিজেপি। জয়ের পর বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছিলেন জগন্নাথ সরকার, নীতীশ প্রামানিকরা। কড়া সমালোচনা করেছিল তৃণমূল কংগ্রেস। এবার রাজ্যের মন্ত্রী, রাজ্যসভার সাংসদ ও একাধিক বিধায়ককে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছেন তিন জন বিজেপি সহ মোট ১০ জন বিধায়ক। তার মধ্যে ২ জন মন্ত্রী। আবার একজন রাজ্যসভার সাংসদ। রাজনৈতিক মহলের মতে, মূলত পরিচিত মুখ ও গোষ্ঠীকলহ এড়াতেই এই সিদ্ধান্ত নিয়ে ঘাসফুল শিবির।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)