• Kuno National Park: কুনো জাতীয় উদ্যানে নতুন ৫ অতিথি! ভিডিও দেখলে মন ভাল হবে
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১১ মার্চ ২০২৪
  • কুনো জাতীয় উদ্যানে ৫টি শাবকের জন্ম দিল স্ত্রী চিতা গামিনী। গত বছর দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আনা (Cheetah Gamini) হয় এই স্ত্রী চিতাকে। পাঁচটি চিতা শাবকের জন্ম দেওয়ার পর ভারতে জন্ম নেওয়া চিতা শাবকের সংখ্যা ১৩-এ পৌঁছেছে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)