• India-EFTA: মোদীর বাজিমাত! ইএফটিএ-র সঙ্গে চুক্তি, ভারতে গড়গড়িয়ে বিনিয়োগ আসার সম্ভাবনা
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১১ মার্চ ২০২৪
  • India signs trade agreement with EFTA:

    ভারত-ইএফটিএ বাণিজ্য চুক্তি করেছে। কিন্তু, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের এফটিএর মত বড় চুক্তিগুলো এখনও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তারই মধ্যে ভারত রবিবার (১০ মার্চ) আইসল্যান্ড, লিচেনস্টাইন, নরওয়ে এবং সুইজারল্যান্ড- চার দেশের ইউরোপীয় মুক্ত বাণিজ্য সমিতি (ইএফটিএ)-এর সঙ্গে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিটিতে ১৫ বছরে ১০ হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগের কথা বলা আছে। ইএফটিএ যৌথ উদ্যোগের দিকে নজর দিচ্ছে। যা ভারতকে চিন থেকে আমদানি পণ্যের বৈচিত্র্য বাড়াতে সহায়তা করবে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)