White Dacoits: কলকাতার আতঙ্ক! বিখ্যাত শীলবাড়িতে হানা কুখ্যাত গ্যাংয়ের
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১১ মার্চ ২০২৪
Kolkata Police-Itihaas kotha bole:
কলকাতার ধনী ব্যবসায়ী চৈতন শীলের বাড়িতে ১৭৯৫ সালের ২৯ জানুয়ারি ডাকাত পড়েছিল। সেই সব ডাকাত আবার সাধারণ ডাকাত নয়। এক্কেবারে সাহেব ডাকাত। যাদের আবার পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল এক ভারতীয়। সেযুগের ভাষায় নেটিভ। এই চৈতন শীলেরই ছেলে হলেন সমাজসেবী মতিলাল শীল। যিনি উনিশ শতকের প্রথমার্ধে ধনসম্পত্তির বিচারে আক্ষরিক অর্থেই ছিলেন ‘মাল্টিমিলিয়নেয়ার’।