• ব্রিগেডে ভিডিওতে বিজেপির 'অত্যাচারী জমিদার' রূপ দেখাল তৃণমূল...
    আজকাল | ১১ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ব্রিগেডের সভায় কয়েক মিনিটের ভিডিও। তাতে পরপর ফুটে উঠছে দৃশ্যপট, ব্যাকগ্রাউন্ডে তার ধারাবিবরণী। যে ভিডিও দেখানোর আগেই বলা হয়েছিল ভিডিওতে তুলে ধরা হবে, বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার কথা। বারবার দলের নেতা নেত্রীরা সুর চড়ালেও, সভা থেকে ভিডিও করে যেভাবে ছড়িয়ে দেওয়া হল বার্তা, তার প্রশংসা করছে ওয়াকিবহাল মহল।তৃণমূলের জনগর্জন সভা ছিল রবিবার। লোকসভা ভোটের প্রাক্কালে রাজ্যের শাসক দলের এই সভা যে রাজনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ন সেটা জানা কথা। তবে মঞ্চ গঠন থেকে প্রার্থীদের নিয়ে ব়্যাম্পে হাঁটা দলের নেত্রীর, শুরু থেকে শেষ পর্যন্ত একের পর এক চমক, তাতে সভা শেষে অনেকেই বলছেন, এই ব্রিগেড বাংলার রাজনীতিতে মাইলস্টোন। আর এসবের মাঝেই উল্লেখযোগ্য কয়েক মিনিটের ওই ভিডিও। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বক্তব্য শেষ করার আগেই বলেন, ব্রিগেডেই দেখানো হবে একটি ছোট্ট ভিডিও।কী ছিল তাতে? ভিডিওর শুরুতেই উল্লেখ করা হয়, বিভিন্ন ভাষা, সংস্কৃতি, শিল্প এবং ধারণার কেন্দ্রস্থল বাংলা। বিপ্লব এবং সংস্কারমূলক আন্দোলনের পথপ্রদর্শক। লড়াইয়ের অনুপ্রেরণা জুগিয়েছে জমিদারি সহ সকল অশুভ শক্তির বিরুদ্ধে। ২০১৪ সালের পর থেকে বাংলাকে বিজেপি নিশানা করেছে বলে উল্লেখ করা হয়। বলা হয়, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে হারের পর গেরুয়া শিবিরের প্রতিহিংসা মূলক রাজনীতি সামনে আসতে শুরু করে। গোটা ভিডিও জুড়ে ধরে রাখা হয়েছে বিভিন্ন সময়ের নানা ঘটনা। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা থেকে বিশ্বভারতীর ফলক বিতর্ক রয়েছে সেখানে। তুলে ধরা হয়েছে গেরুয়া শিবিরের নেতাদের নানা সময়ে করা নানা মন্তব্য, যেগুলি বিতর্ক তৈরি করেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়া বেশ কিছু ক্লিপিং তুলে ধরা হয়েছে ভিডিওর মাধ্যমে। তৃণমূলের ভিডিওতে সাফ উল্লেখ করা হয়েছে, "বাংলা বিরোধী বিজেপি সর্বদাই বাংলার মনীষীদের নিয়ে ব্যঙ্গ করেছে এবং বাঙালির সংস্কৃতির অপমান করেছে।" রাজ্যবাসীর প্রতি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে আগেও বহুবার সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল। ১০ মিনিটের ভিডিওতে তুলে ধরা হয়েছে কেন্দ্রীয় বঞ্চনার কথাও। বাংলার মানুষের জীবন ধারণের নূন্যতম উপকরণ অন্ন, বস্ত্র, বাসস্থান কেড়ে নিয়ে বাংলাকে বঞ্চনা করতে চাইছে বিজেপি। সরাসরি গেরুয়া শিবিরের দিকে আঙুল তুলে ভিডিওতে বলা হয়, বিজেপি নেতারা অত্যাচারী জমিদারদের মত তাদের ক্ষমতার আস্ফালন দেখিয়ে কণ্ঠরোধ করতে চাইছে। কমিকসের আদলে ছবিতে দেখানো হয়‌ ব্রিটিশ আমলের মত ভাবুক মারা হচ্ছে নিরীহ মানুষকে।
  • Link to this news (আজকাল)