• মোদির উন্নয়নের ঝড়ে স্বজনপোষণের রাজনীতি দুর্বল হয়ে পড়েছে, উত্তরপ্রদেশ থেকে বার্তা প্রধানমন্ত্রীর 
    দৈনিক স্টেটসম্যান | ১১ মার্চ ২০২৪
  • আজমগড়, ১০ মার্চ  -উত্তরপ্রদেশে গিয়ে ফের পরিবারতন্ত্র নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন উত্তরপ্রদেশ থেকে তাঁর বার্তা , এই রাজ্যে উন্নয়ন নতুন মাত্রা স্পর্শ করেছে।  এই উন্নয়নের জোয়ারে দুর্বল হয়ে পড়েছে স্বজন পোষণের রাজনীতি। তিনি বলেন,  ভোটের আগে মানুষকে ভুল বোঝাতে অন্য সরকার প্রচুর প্রতিশ্রতি দেয়। কিন্তু মোদি অন্য মাটি দিয়ে তৈরি। মুলায়ম, অখিলেশ যাদবদের উদ্দেশে কটাক্ষ করে তিনি বলেন , গত নির্বাচনে যে পরিবার আজমগড়কে তার ঘাঁটি বলে মনে করেছে, দীনেশের মতো যুবকের কাছে তারা পরাজিত হয়েছিল। দীনেশ লাল যাদব নিরহুয়া আজমগড়ের বিজেপি সাংসদ। 
    সমাজবাদী পার্টি প্রতিষ্ঠাতা প্রয়াত মুলায়ম সিং যাদব ২০১৪ সালে আজমগড় থেকে লোকসভা নির্বাচনে জেতেন। এর পর তাঁর ছেলে অখিলেশ যাদব ২০১৯ -এ এই আসনে জয়লাভ করেন।  তবে ২০২২ সালের উপনির্বাচনে বিজেপির দীনেশ লাল যাদবের কাছে এই আসনে হেরে যান।  অখিলেশ পদত্যাগ করে করহাল থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।  যার ফলে এই আসনে আবার নির্বাচন হয়।  
    প্রধানমন্ত্রী বলেন, ?এই পরিবারবাদ অকেজো হয়ে যাওয়ায় বিরোধীরা হতাশ হয়ে মোদিকে গালাগালি দেয়।  বলে, মোদির পরিবার নেই।  তারা ভুলে গেছে যে দেশের ১৪০ কোটি জনসংখ্যা মোদির পরিবার। ? তিনি এদিন বলেন, আজ আজমগড় উজ্জ্বল নক্ষত্রে পরিণত হয়েছে। একটা সময় ছিল যখন দিল্লিতে অনুষ্ঠান হলে অন্য রাজ্যগুলি তাতে যোগ দিত। আজ আজমগড়ের অনুষ্ঠান হচ্ছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এসে তাতে যোগ দিচ্ছেন। ?        
    মোদি এদিন সারা দেশে ৪২ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন।  যার মধ্যে শুধু উত্তরপ্রদেশের জন্য ৩৪ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।  রবিবার উত্তরপ্রদেশের আজমগড়ে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের ঘোষণা করেন। তিনি বলেন , ভোটের কথা ভেবে নয়, দেশের উন্নতির জন্যই এই প্রকল্পগুলোর ঘোষণা হচ্ছে। কারণ ২০৪৭ এর মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার স্বপ্ন রয়েছে প্রধানমন্ত্রীর। মোদির কথায়, ?আমি গতির সঙ্গে ছুটছি এবং ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারতের স্বপ্ন পূরণের লক্ষ্যে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।?  
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)