• 'কংগ্রেস চেয়েছিল, ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করুক'!
    ২৪ ঘন্টা | ১১ মার্চ ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলায় জোট-জল্পনায় ইতি। ৪২ আসনেই প্রার্থীদের নাম ঘোষণা দিল তৃণমূল। 'কংগ্রেস সবসময়ই চেয়েছিল, ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করুক', এক্স হ্যান্ডেলে পোস্ট দিলেন  জয়রাম রমেশ।ঘটনাটি ঠিক কী? চব্বিশে লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের সঙ্গে ইন্ডিয়া জোটে যোগ দিয়েছে তৃণমূল। যে জোটের  শরিক কংগ্রেসও। কিন্তু বাংলায় অধীর চৌধুরীদের সঙ্গে আসন সমঝোতার সম্ভাবনা কার্যত খারিজ করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, 'বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই। অল ইন্ডিয়ায় কী করব না করব আফটার ইলেকশন ভাবব'। জোট নিয়ে অধীর চৌধুরীকে নিশানা করেছিলেন অভিষেক।

    আজ, রবিবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে ব্রিগেডে সমাবেশ করল তৃণমূল। নাম, 'জনগর্জন সভা'।  সেই সভাতেই একে একে রাজ্যের ৪২ আসনেই প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন অভিষেক। এরপর যাঁরা প্রার্থী হলেন, তাঁরা মঞ্চে উঠলেন এবং দলনেত্রী মমতার পিছনে পিছনে হাঁটলেন ব়্যাম্পেও।  
  • Link to this news (২৪ ঘন্টা)