অরূপ লাহা: ব্রিগেডের সভা তখন শেষ। সভাস্থলের কিছুটা দূরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক তৃণমূল কর্মী। বর্ধমান থেকে ব্রিগেডে এসেছিলেন তিনি, কিন্তু আর বাড়ি ফেরা হল না!
জানা গিয়েছে, মৃতের নাম আতুয়াল মণ্ডল। বাড়ি, পূ্র্ব বর্ধমানের রায়নার হিজলনা এলাকার শিবপুর গ্রামে। দীর্ঘদিনের তৃণমূল কর্মী আতুয়াল। দলের কর্মী-সমর্থকদের সঙ্গে বাস চেপে এসেছিলেন ব্রিগেডে।কীভাবে মৃত্যু? তৃণমূলের রায়না ১ নম্বর ব্লকের সভাপতি বামদেব মণ্ডল জানিয়েছেন, সভা শেষ হওয়ার পর বাস ধরতে যাচ্ছিলেন আতুয়াল। রাস্তায় হঠাৎ-ই অসুস্থ পড়েন তিনি। বসে পড়েন গাছে তলায়। এর কিছুক্ষণ পরেই সেখানে সুটিয়ে পড়েন ওই তৃণমূল কর্মী। এরপর এসএসকেএমে নিয়ে গেলে, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।এদিকে ব্রিগেডে 'জনগর্জন সভা'র মঞ্চ থেকে রাজ্যের ৪২ আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করে দিল তৃণমূল। টিকিট পেলেন কারা? প্রার্থী তালিকায় যেমন রয়েছেন সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো দলের প্রবীণ নেতা, তেমনি জায়গা পেলেন সায়নী ঘোষ, দেবাংশু ভট্টাচার্যরাও। বাদ পড়লেন অর্জুন সিং-সহ ৭ বিদায়ী সাংসদ।