• দাদা ইউসুফ তৃণমূলের টিকিট পাওয়ায় আবেগতাড়িত ইরফান
    আজকাল | ১১ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: তৃণমূলের হয়ে বহরমপুরের প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে লড়বেন ইউসুফ পাঠান। রবিবার ব্রিগেডে প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল। ঘোষণার পরই আবেগতাড়িত হয়ে টুইটারে একটি পোস্ট করেন ভাই ইরফান পাঠান। ইরফান লেখেন, "কোনও অফিসিয়াল পদ ছাড়াই তোমার ধৈর্য, দয়া, দুস্থদের সাহায্য সবার নজরে পড়ে। আমি আত্মবিশ্বাসী যে রাজনৈতিক পদ পাওয়ার পর তুমি সাধারণ মানুষের জীবনে পার্থক্য গড়ে দেবে।" একসময় বাইশ গজে একসঙ্গে চুটিয়ে খেলেছেন দুই ভাই। দু"জনেই অলরাউন্ডার ছিলেন। ক্রিকেট ছাড়ার পর ভাই ইরফান ধারাভাষ্যকে বেছে নেন। অন্যদিকে রাজনীতিতে নতুন ইনিংস শুরু করতে চলেছেন ইউসুফ। অধীর চৌধুরীর বিরুদ্ধে দাঁড়াবেন। ভারতের প্রাক্তন ক্রিকেটারকে তাঁর বিরুদ্ধে প্রার্থী করায় কিছুটা অবাকই তিনি। অধীর বলেন, পাঠানকে রাজ্য সভায় পাঠানো উচিত ছিল তৃণমূলের। অধীর চৌধুরী বলেন, "অন্য রাজ্যের লোকেদের বাংলা থেকে রাজ্য সভার জন্য মনোনীত করা হয়েছে। ইউসুফ পাঠানকে সম্মান দিতে চাইলে, তাঁকে রাজ্য সভাতে পাঠানো উচিত ছিল। মমতা ব্যানার্জির উদ্দেশ্য সৎ হলে, জোটকে বলে ইউসুফকে গুজরাটে একটা সিট পাইয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু এখানে ওকে প্রার্থী করা হল কংগ্রেসকে হারাতে বিজেপিকে সাহায্য করতে।" প্রসঙ্গত, তৃণমূলের টিকিট পেয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কৃতজ্ঞতা জানান ইউসুফ পাঠান। জনগণের প্রতিনিধি হিসেবে, দরিদ্র এবং বঞ্চিতদের সাহায্য করতে চান দু"বারের বিশ্বকাপজয়ী ক্রিকেটার। 
  • Link to this news (আজকাল)