• লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে ক্ষোভ অর্জুনের
    আজকাল | ১১ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: একুশের নির্বাচনের আগে অর্জুন সিং তৃণমূলে প্রত্যাবর্তন করেন। সেই থেকে তিনি তৃণমূলের হয়েই কাজ করছিলেন। চব্বিশের ভোটে ব্যারাকপুর থেকে তিনি প্রার্থী হবেন এমনটাই মনে করেছিলেন অনেকে। তবে রবিবার আশাভঙ্গ। ব্যারাকপুর থেকে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের নাম ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। এরপরই ক্ষোভে ফেটে পড়েন অর্জুন সিং। সাংবাদিকদের অর্জুন সিং বলেন, দেড় বছর আগে আমাকে বলা হয়েছিল ব্যারাকপুরের টিকিট পাব। পরে অন্য কোথাও থেকে দাঁড়াতে চাই কিনা তা জানতে চাওয়া হয়েছিল। কিন্তু ব্যারাকপুর আমি কেন ছাড়ব ? দল তা দিল না। সেটা আগেই বলে দিতে হত যে টিকিট পাব না। তাহলে অন্যভাবে ভাবতাম। সূত্রের খবর, সোমবার দিল্লি যাচ্ছেন ব্যারাকপুরের সাংসদ। সেক্ষেত্রে তাঁর ফের বিজেপিতে যোগদানের জল্পনা উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিকমহল। 
  • Link to this news (আজকাল)