Shakib Al Hasan: কলঙ্কিত কাণ্ডে নাম জড়াল সাকিবের বোনের! সম্মান মিশল ধুলোয়, খেতে হতে পারে জেলের ভাত
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১১ মার্চ ২০২৪
ED betting app case:
মহাদেব অনলাইন বেটিং অ্যাপ মামলায় উঠে এল বাংলাদেশের ক্রিকেটারা শাকিব আল হাসানের বোনের নাম। ইডির তদন্তকারীদের দাবি, অভিযুক্ত সুরজ চোখানি বাংলাদেশে একটি অ্যাপ, ’11wicket.com’-এ বিনিয়োগ করেছিলেন। সেই অ্যাপের অংশীদার হলেন, বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানের বোন জান্নাতুল হাসান।