• ত্রিপুরায় আটক ৫ কোটি টাকার নেশার সামগ্রী
    আজকাল | ১১ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রমরমিয়েই নেশার বানিজ্য চলছে ত্রিপুরায়। নানা ধরণের ড্রাগ পাচারের আন্তর্জাতিক করিডর এখন রাজ্যটি। রবিবার উত্তর ত্রিপুরার ধর্মনগরে একটি নম্বরহীন নতুন বোলেরো গাড়ি থেকে পুলিশ আটক করেছে ৫ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট। জেলা পুলিশ সুপার গেরুয়া রঙের রাশি রাশি ট্যাবলেট দেখিয়ে জানান, এই ছোট্ট বড়িগুলিতে মারাত্মক নেশা হয়। একটা বড়ি খেলে তিন দিন নেশা থাকে। অপরাধ প্রবণতা তৈরি হয়। মায়ানমারে তৈরি এই সব নেশাদ্রব্য আসাম হয়ে আগরতলা যাচ্ছিল বলে তিনি জানান। গোপন খবরের ভিত্তিতে বাগপাশা থানার পুলিশ গাড়িটি থামিয়ে নেশাদ্রব্য সমেত তিনজনকে আটক করে। সম্প্রতি আগরতলা সমেত রাজ্যের বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি অস্বাভাবিকভাবে বাড়ার পেছনে নেশা বানিজ্যের প্রভাব আছে বলে অনুমান পুলিশের।
  • Link to this news (আজকাল)