• Sandeshkhali-Sheikh Shahjahan: ‘ছোড়নেওয়ালা’ নয় CBI, শাহজাহান ঘনিষ্ঠদের ‘চুন- চুন’কে তলব! আজ কে এলেন জানেন?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১১ মার্চ ২০২৪
  • CBI-Sheikh Shahjahan:

    শাহজাহানের মোবাইল ফোনের কললিস্ট এবং টাওয়ার লোকেশন দেখে শাহজাহানের বেশ কয়েকজন অনুগামীকে চিহ্নিত করেছে CBI। এবার তাদেরই একে একে ডেকে পাঠাচ্ছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা, এমনই খবর সূত্রের। তাদেরই একজন এই জিয়াউদ্দিন। শাহজাহান ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা সোমবার সিবিআই দফতরে হাজিরা দেন।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)