TMC Candidate List 2024: মারাত্মক অভিযোগ, গেরুয়া নিশানায় তৃণমূলের দুই প্রার্থী, পাল্টা দিল জোড়া-ফুলও
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১১ মার্চ ২০২৪
Lok Sabha Election 2024:
বিজেপর আইটি সেলের প্রধানের দাবির বিরুদ্ধে সোচ্চার তৃণমূল। দলের মুখপাত্র ঋজু দত্ত এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘বিজেপি জানে তাদের জাহাজ ডুবে যাচ্ছে, অমিত মালব্যের বুদ্ধির বিভ্রম হয়েছে, লোকসভা ভোটের জন্য আমাদের প্রার্থী তালিকা প্রকাশের পরই তিনি সম্পূর্ণ প্লট হারিয়েছেন। শাহনওয়াজ আলী রায়হানের লেখাপড়া এবং কাজ সামাজিক ন্যায়বিচারের প্রতি দায়বদ্ধতা উজ্জ্বল উদাহরণ। তাঁকে অপমান করার চেষ্টা শুধুমাত্র ওদের হতাশা প্রতিফলিত করে। বাংলায় এমন নেতা প্রয়োজন যিনি সত্যের মুখোমুখি হতে পারেন, ভয়-ভীতি পান না। খেলা হবে!’