• CPM-ISF: চিন্তায় চিন্তায় ছিঁড়ে যাচ্ছে আলিমুদ্দিন! ISF-এর আবদারে ঘুমই আসছে না বিমান-সেলিমদের
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১১ মার্চ ২০২৪
  • CPM-ISF:

    এদিকে, আসন চেয়ে তাঁদের এই দাবিতে বিপাকে পড়ে গিয়েছে বামেরা। শরিকদের সঙ্গে আলোচনা শুরু করেছে সিপিএম। তবে শেষমেশ ISF তাঁদের আসন চেয়ে এই দাবি না কমালে সমঝোতা ভেস্তে পর্যন্ত যেতে পারে বলেও মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)