• Wasim Akram: শেষ বলে ছক্কা হজমে দলের হার! আক্রমের ঝাঁঝালো সমালোচনায় এফোর-ওফোঁড় আফ্রিদি
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১১ মার্চ ২০২৪
  • PSL 2024: পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্স দুর্বল বোলিংয়ে সমস্যায় পড়েছে বারবার। সেই কারণেই কিংবদন্তি ওয়াসিম আক্রমের রোষের মুখে পড়লেন শাহিন শাহ আফ্রিদি। রবিবারের থ্রিলারে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স শেষ বলের থ্রিলারে হারিয়েছে লাহোর কালান্দার্সকে। শাহিন শাহ আফ্রিদির শেষ বলে ছক্কা হাঁকান মহম্মদ ওয়াসিম। ছয় উইকেটে জিতে কোয়েট্টা প্লে অফে পৌঁছে যায়। আর লাহোরের এই হারের জন্য ডেথ ওভারে আফ্রিদির দুর্বল বোলিংকেই দায়ী করছেন ওয়াসিম আক্রম।

    আক্রমের বিশ্লেষণ, “১৬ থেকে ২০ তম ওভারে আক্রমের ইকোনমি রেট ১১। ১৩ ওভারে ১৪৮ রান খরচ করেছেন পাক তারকা। বোলার হিসাবে ওঁকে উন্নতির পথ খুঁজতে হবে। ব্যাক অফ দ্য হ্যান্ড স্লোয়ার বল শেখার এটাই প্রকৃষ্ট সময়। দুই উইকেট ও নিয়েছে। তবে বোলার হিসাবে নিজের ছাপ ফেলতে পারেনি।”
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)