• Oscar award: বলা যেতে পারে, চলচ্চিত্রের নোবেল! কীভাবে অস্কার হয়ে উঠল সিনে দুনিয়ার মানদণ্ড?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১১ মার্চ ২০২৪
  • Oscars became the biggest film awards on Earth:

    দ্য নিউ ইয়র্ক টাইমস অনুসারে, ১৯২৭ সালের প্রথম অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠান মাত্র ১৫ মিনিট স্থায়ী হয়েছিল। সেটা কোনও গণমাধ্যমে সম্প্রচার করা হয়নি। ১৯৩০ সালে প্রথমবার এই পুরস্কার প্রদান অনুষ্ঠান রেডিওতে সম্প্রচার করা হয়েছিল। ১৯৫৩ সালে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান টিভিতে সম্প্রচার করা শুরু হয়েছিল। বিজয়ীদের নাম তিন মাস আগেই ঘোষণা করা হয়েছিল। এরপর ১৯৪১ সালে সিল করা খাম থেকে বিজয়ীদের নাম প্রকাশের ব্যবস্থা চালু হয়। যেখানে শুধুমাত্র বিজয়ীদেরকে মঞ্চে ডেকে আনার ব্যবস্থা শুরু হয়। অস্কার তথা চলচ্চিত্র বিশেষজ্ঞ ডেভ কার্গার বলেছেন, ‘আমি মনে করি যে ১৯৫৩ সাল থেকে একাডেমি পুরস্কার একটি দর্শনীয় বিষয় হয়ে ওঠে। এটি টেলিভিশন ইভেন্টে পরিণত হওয়ার পরেই আরও গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হয়ে ওঠে।’
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)