• TMC Candidate List: ভোটের উত্তাপ সোশ্যাল মিডিয়ায়, রচনা-লকেটকে নিয়ে মিমযুদ্ধে নেটজনতা
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১১ মার্চ ২০২৪
  • রচনা বন্দোপাধ্যায় এবং লকেট চট্টোপাধ্যায়। হুগলির লোকসভা কেন্দ্রের দুই প্রার্থীকে নিয়ে শুরু হয়েছে নানা হাস্যরস। একই লোকসভায় দুই নায়িকা, কেউ কেউ এমনও বলছেন নায়িকা সংঘাত হতে চলেছে এবার হুগলিতে।

    উল্লেখ্য, আগামী দিনে কী হতে চলেছে সেটা তো সময় বলবে। তবে, অভিনেত্রী যেদিন নবান্ন থেকে বেরিয়েছিলেন, সেদিনই অনেকে দাবি করেছিলেন হয়তো রাজনীতির মঞ্চে তিনি আসতে পারেন। আবার কেউ কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদির মঞ্চে দেখে সিলমোহর দিয়েছিলেন এই খবরে। গতকাল সেটাই সত্যি হয়েছে। একদিকে, যখন মিমি – নুসরত এবং সায়ন্তিকা জায়গা পেলেন না। অন্যদিকে, রচনা নতুন সংযোজন হিসেবে জায়গা করে নিলেন।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)