Electoral bonds: নির্বাচনী বন্ড নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা SBI-এর , আগামীকালের মধ্যে তথ্য জমা দেওয়ার নির্দেশ!
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১১ মার্চ ২০২৪
নির্বাচনী বন্ড নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা SBI-এর , আগামীকালের মধ্যে তথ্য জমা দেওয়ার নির্দেশ! নির্বাচনী বন্ড সংক্রান্ত মামলায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) আবেদনের উপর আজ সুপ্রিম কোর্টে শুনানি অনুষ্ঠিত হয়েছে। ইলেকট্রনিক বন্ড সম্পর্কে তথ্য দিতে সুপ্রিম কোর্টের কাছে অতিরিক্ত সময় চেয়েছে SBI। কিন্তু সুপ্রিম কোর্ট সময় SBI কে সময় দিতে অস্বীকার করেছে। আদালত এসবিআই সিএমডিকে বিশদ প্রকাশ করেছে এবং তাকে একটি হলফনামা দাখিল করতে বলেছে।