• Election Commissioner Arun Goel Resigns: ‘বিজেপির টিকিটে নির্বাচনে লড়বেন’, অরুণ গোয়েলের পদত্যাগ ঘিরে ‘ধুয়াধার’ ইনিংস কংগ্রেসের
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১১ মার্চ ২০২৪
  • লোকসভা ভোটের দামামা বাজতেই না বাজতেই পদ ছাড়লেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। জাতীয় নির্বাচন কমিশনে মোট ৩ জন কমিশনার থাকেন। আগে থেকেই একটি পদ শূন্য ছিল। অরুণ গোয়েলের ইস্তফার পর কেন্দ্রীয় নির্বাচন কমিশনে থেকে গেলেন একমাত্র মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)