লোকসভা ভোটের দামামা বাজতেই না বাজতেই পদ ছাড়লেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। জাতীয় নির্বাচন কমিশনে মোট ৩ জন কমিশনার থাকেন। আগে থেকেই একটি পদ শূন্য ছিল। অরুণ গোয়েলের ইস্তফার পর কেন্দ্রীয় নির্বাচন কমিশনে থেকে গেলেন একমাত্র মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।