• আমেরিকায় ঘড়ির কাঁটা এগিয়েছে এক ঘন্টা
    আজকাল | ১১ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: স্প্রিং ফরওয়ার্ড, বসন্তের সঙ্গে এগিয়ে যাচ্ছে সময়ও। আমেরিকার অধিকাংশ এলাকায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়েছে। এর মধ্যদিয়ে রবিবার ১০ মার্চ থেকে শুরু হলো ডে লাইট সেভিংস টাইম। দিনের আলোকে কাজে লাগানোর এই কর্মসূচি অব্যাহত থাকবে ৩ নভেম্বর, রবিবার ভোর রাত ২টা পর্যন্ত। তারপর সেখানে ফের বদল করা হবে ঘড়ির সময়। এই সময়ের সমন্বয় আদতেই বহু মানুষের জীবনকে প্রভাবিত করে। উল্লেখ্য, স্মার্ট ফোন বা আই ফোনে আপনাআপনি সময়সূচি পরিবর্তিত হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী নিউইয়র্কে যখন রাত ১২টা বাজবে, ঢাকায় তখন হবে সকাল ১০টা, ভারতে ৯.৩০। ঘড়ির কাটা এগিয়ে দেওয়ার বা পিছিয়ে দেওয়ার আওতায় নেই আরিজোনা, হাওয়াই, আমেরিকান সামুয়া, গুয়াম, পর্তোরিকো ও ভার্জিন আইল্যান্ড।
  • Link to this news (আজকাল)