• গাজায় ত্রাণ ও বোমা দু'টিই ফেলছে আমেরিকা
    আজকাল | ১১ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গত সপ্তাহজুড়ে প্যালেস্টাইনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আকাশ থেকে একইসঙ্গে আমেরিকার বোমা এবং খাদ্য সহায়তার প্যাকেট পড়ছে। একদিকে হত্যার জন্য শক্তিশালী বোমা সরবরাহ, অন্যদিকে জীবন বাঁচাতে খাদ্য সহায়তা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা মধ্যপ্রাচ্য যুদ্ধে ফের ভারসাম্য খুঁজে পেতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণে এমনটি উঠে এসেছে। গাজায় অতি প্রয়োজনীয় মানবিক সহায়তার অংশ হিসেবে উড়োজাহাজ থেকে বাইডেনের খাদ্য সহায়তা এবং সেই লক্ষ্যে একটি অস্থায়ী ভাসমান বন্দর নির্মাণ তার নীতির ভারসাম্যহীনতাকেই তুলে ধরেছে। কারণ, তিনি গাজার শাসকগোষ্ঠী সশস্ত্র হামাসের বিরুদ্ধে ইজরায়েলের চলমান সামরিক অভিযানে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছেন।গাজা যুদ্ধে বর্তমানে আমেরিকা দু’দিকেই নিজেকে গুলিয়ে ফেলেছে। ইজরায়েলি বাহিনীকে অস্ত্র সরবরাহ করা এবং সেই অস্ত্রে আহত প্যালেস্টাইননিদের সেবা দেওয়ার চেষ্টাও করে বাইডেন প্রশাসন। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার সাধারণ নাগরিকদের সুরক্ষার জন্য আরও কিছু করার জন্য বাইডেনের অনুরোধকে অস্বীকার করেছেন। এতে বাইডেন ক্রমশ হতাশ হয়ে পড়েছেন এবং গত সপ্তাহে তাঁর স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণেও এর পরেও সেই ক্ষোভ প্রকাশ করেছেন। তবে তিনি যুদ্ধের প্রভাব কমিয়ে আনতে অস্ত্র সরবরাহ কমানোর বিরোধিতা করছেন।ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট কংগ্রেসম্যান রো খান্না বাইডেনের বক্তৃতার পরদিন এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আপনি একই সময়ে খাদ্য এবং খাদ্য ট্রাকগুলোতে বোমা ফেলার জন্য ইজরায়েলকে দুদিক থেকেই সহায়তা করেছেন।"
  • Link to this news (আজকাল)