• 'পাগল' বলায় মাকে কুপিয়ে খুন, আটক মানসিক ভারসাম্যহীন যুবক ...
    আজকাল | ১১ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বারবার "পাগল" বলায় তীব্র ক্ষোভ। রাগের মাথায় মাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল মানসিক ভারসাম্যহীন যুবক। মাকে খুনের পর বাড়িতেও আগুন জ্বালিয়ে দেয় সে। ভয়াবহ এই হত্যাকাণ্ডের পর ২৭ বছরের ওই যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের সেক্টর ৪৮-এর এক আবাসনে। সেখানকার এক ফ্ল্যাটে থাকতেন রানু শাহ(৫৯)। ঘটনার সময় ফ্ল্যাটে তাঁর স্বামী ছিলেন না। ছেলে অত্রিশের সঙ্গে ঝগড়ার সময় বারবার তাকে "পাগল" বলেছিলেন রানু। এরপরই মাকে কুপিয়ে খুন করে, ঘরে আগুন জ্বালিয়ে দেয় যুবক। দাউদাউ করে আগুন জ্বলতে দেখেই দমকলে খবর দেন প্রতিবেশীরা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকলের ইঞ্জিন। ফ্ল্যাটের দরজা ভেঙে, আগুন নেভানোর পর রানুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, গত কয়েক মাস ধরেই ঘাতক যুবকের মানসিক রোগের চিকিৎসা চলছে। প্রতিবেশীরা জানিয়েছেন, মানসিক ভারসাম্যহীন ওই যুবক প্রায়শই বাবা, মায়ের সঙ্গে ঝামেলা করত। ফ্ল্যাট থেকে চিৎকারের শব্দ শোনা যেত। এদিন ঝামেলার সময়ে চরম পদক্ষেপ নেয় সে। ইতিমধ্যেই যুবককে আটক করেছে পুলিশ। তার মানসিক স্বাস্থ্যের পরীক্ষার পর পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন তদন্তকারীরা।
  • Link to this news (আজকাল)