• বনগাঁয় শঙ্কর আঢ্যের বাড়িতে সিবিআই, পুরপ্রধান গোপাল শেঠের কাছে সিসিটিভি ফুটেজের দাবি...
    আজকাল | ১১ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রেশন দুর্নীতি কাণ্ডে বনগাঁয় শঙ্কর আঢ্যের বাড়িতে হানা দিল সিবিআই। শঙ্কর আঢ্যের বাড়িতে ইডির ওপর হামলার ঘটনার তদন্তেই এদিন বনগাঁ পৌঁছায় সিবিআই আধিকারিকরা। শঙ্করের স্ত্রী জোৎস্ন্যা আঢ্যের সঙ্গেও কথা বলেন তাঁরা। উল্লেখ্য, এর আগেও এই ঘটনার তদন্তে শঙ্কর আঢ্যের বাড়িতে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু সেদিন তাঁরা বাড়ির ভিতরে ঢোকেনি। এদিন বাড়ির ভেতর ঢুকে তল্লাশি চালানো হয়। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তাঁরা। সেদিন রাতে ঠিক কী ঘটেছিল তা জানার জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে চায় সিবিআই। জানা যায়, শঙ্কর আঢ্যের বাড়ির সামনে যে তিনটি সিসিটিভি রয়েছে তিনটিরই তার কাটা। তিনটি সিসিটিভিই বনগাঁ পুরসভার অন্তর্গত বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গেই বনগাঁ পুরসভার বর্তমান চেয়ারম্যান গোপাল শেঠের বাড়িতে পৌঁছায় সিবিআই। সিসিটিভি কী কারণে এতদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে তা জানতেই পুরপ্রধানের সঙ্গে কথা বলছেন সিবিআই আধিকারিকরা। প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডে শঙ্কর আঢ্যের বাড়িতে যায় ইডি। অভিযোগ, প্রাক্তন চেয়ারম্যানকে গ্রেপ্তার করে গাড়িতে তোলার সময় আক্রান্ত হন ইডি আধিকারিকরা। কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই ঘটনারই তদন্তে সিবিআই।
  • Link to this news (আজকাল)