• মঙ্গলে নিউ জলপাইগুড়ি-পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ...
    আজকাল | ১১ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামিকাল নিউ জলপাইগুড়ি-পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করবেন। এর পাশাপাশি তিনি সাতশো ৬৪টি স্থানে পরিকাঠামো গত উন্নয়নে ৮৫ হাজার কোটি টাকারও অধিক মূল্যের ৬ হাজারটি প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ, শিলান্যাস, উদ্বোধন ও শুভ সূচনা করবেন। এছাড়াও মোট ১ হাজার ৫৮৪ টি ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট স্টল দেশের প্রতি উৎসর্গ করবেন। এর মধ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীনে অসমে ৭৭, পশ্চিমবঙ্গে ৪০, বিহারে ৯, ত্রিপুরায় ৫, অরুণাচল প্রদেশে ২ টি রয়েছে। এছাড়া, উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীনে অসমে ৯, পশ্চিমবঙ্গে ৩, এবং বিহারে ১ টি পণ্য শেডের উৎসর্গ সহ প্রধানমন্ত্রী এরাজ্যের আলিপুরদুয়ারে একটি অতিরিক্ত পিট লাইনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। প্রধান মন্ত্রী নিউ বঙ্গাইগাঁও - অগিয়াঠুরি ভায়া রঙিয়া, নিউ বঙ্গাইগাঁও - কামাখ্যা ভায়া গোয়ালপাড়া টাউন সেকশনে কিছু নব নির্মিত দ্বৈতকরণকৃত জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। উল্লেখ্য, ভারতীয় রেল ২০২৩- ২৪ অর্থবর্ষে এপর্যন্ত ১ হাজার ৪৭৬ মেট্রিক টন লোডিং কার্য সম্পন্ন করতে সক্ষম হয়েছে।
  • Link to this news (আজকাল)