• পাইপ‌লাইনের মাধ্যমে এবার ঘরে-ঘরে ‌পৌঁছে যাবে রান্নার‌ গ্যাস...
    ২৪ ঘন্টা | ১১ মার্চ ২০২৪
  • প্রদ্যুত দাস: পাইপ‌লাইনের মাধ্যমে এবার ঘরে-ঘরে ‌পৌঁছে যাচ্ছে রান্নার‌ গ্যাস। হিন্দুস্তান পেট্রোলিয়াম‌ সংস্থার মাধ্যমে ২৪ ঘণ্টা ‌পাওয়া‌ যাবে‌ এই গ্যাস‌ পরিষেবা। কলকাতার পর‌ উত্তরবঙ্গের জলপাইগুড়িতে প্রথম এই গ্যাস‌-পরিষেবা চালু‌ করা হচ্ছে।

    সিটি গ্যাস‌ ডিস্ট্রিবিউশন‌ প্রকল্পের মাধ্যমে এখন খুব সহজেই ঘরে‌-ঘরে‌ পৌঁছে যাবে রান্নার‌ গ্যাস‌। উদ্যোক্তারা‌ জানান, এই গ্যাস‌ পরিষেবা সিলিন্ডারের‌ তুলনায় অনেক সহজ‌ ও সুরক্ষিত। এছাড়া সিলিন্ডারের‌ তুলনায় এই‌ গ্যাস‌ পরিষেবায়‌ খরচও অনেক কম হবে বলে জানান হিন্দুস্তান পেট্রোলিয়াম‌ সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।হিন্দুস্তান পেট্রোলিয়াম‌ সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চারণ্য কে‌ এম‌ ডুব্ভুরু জানান, উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার পাহাড়পুর গ্রাম‌ পঞ্চায়েত এলাকায় প্রথম এই পরিষেবা দেওয়া হচ্ছে। পাহাড়পুর গ্রাম‌ পঞ্চায়েতের পাতকাটা‌ কলোনি-সহ বিভিন্ন এলাকায় পাইপলাইনের‌ মাধ্যমে ঘরে ঘরে মিটার বসানো হচ্ছে। পাইপ লাইনের মধ্য দিয়ে বাড়ি-বাড়ি মিটার বসানোর কাজ চলছে দ্রুত গতিতে। পরবর্তীতে জলপাইগুড়ি শহর‌-সহ দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলাতেও‌ চালু করা হবে এই ‌ঘরে‌-ঘরে গ্যাস‌ পরিষেবা।
  • Link to this news (২৪ ঘন্টা)