পশ্চিমবাংলা জুড়ে ভোট পূর্ববর্তী পরিস্থিতি কারওর অজানা নয়। কারণ, সন্দেশখালি জুড়ে শুধুই আতঙ্ক। মহিলাদের ওপর অত্যাচার, নানা ভয়ঙ্কর ঘটনা! দেশের মানুষের গা জ্বলে উঠেছিল এই ঘটনায়।
এখনও পর্যন্ত ছবির নাম ঠিক হয়নি। তবে, বাঙালিদের অনেকেই প্রশ্ন তুলছেন যে বাংলার ইস্যু কিন্তু ছবির সঙ্গে বাঙালির কোনও যোগ নেই কেন? না কোনও বাঙালি লিখছেন, না প্রযোজক…প্রশ্ন উঠছে অনেকই।