• দু' দশক আগে মৃত্যু বাবার, তাঁর ইউনিফর্ম পরে সেনাবাহিনীতে যোগদান মেয়ের...
    আজকাল | ১২ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ২০ বছর আগে জম্মু এবং কাশ্মীরে মৃত্যু হয়েছিল বাবার। দু দশক পর মেয়ে যোগ দিল সেই সেনাবাহিনীতে, বাবার পোশাক পরেই। তিনি মেজর নবনীত ভাটসের মেয়ে লেফটেন্যান্ট ইনায়েত খান। শনিবার যোগ দিলেন সেনাবাহিনীতে। চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেওয়ার পর, তিনি মিলিটারি ইন্টেলিজেন্স কর্পসে যোগদান করেন। অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে যোগদান করার আগে, তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।  পাসিং আউট প্যারেডের সময় তিনি পরেছিলেন তাঁর বাবার পোশাক। বাবাকে মাত্র তিন বছর বয়সে হারিয়েছিলেন ইনায়ত। তখন থেকেই সযত্নে রাখা ছিল তাঁর পোশাক। মেজর নবনীত ৩ গোর্খা রাইফেলস রেজিমেন্টের চতুর্থ ব্যটিলিয়নে ছিলেন। ২০০৩ সালে শ্রীনগরে এক অভিযানে নিহত হন তিনি। তখন তাঁর মেয়ের বয়স ছিল সবে তিন। সাহসিকতা এবং সর্বোচ্চ আত্মত্যাগের জন্য তাঁকে "সেনা পদক" দেওয়া হয়েছিল।  ইতিমধ্যে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ছবি। আর্মি ট্রেনিং কমান্ড, ইন্ডিয়ান আর্মি সমাজমধ্যোমে সেই ছবি শেয়ার করেছে। তাঁকে শুভেচ্ছা এবং স্বাগত জানানো হয়েছে।
  • Link to this news (আজকাল)