• প্রার্থী তালিকা নিয়ে সোমবার বৈঠক বিজেপির
    আজকাল | ১২ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রথম প্রার্থী তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছে গেরুয়া শিবির। দ্বিতীয় দফায় প্রার্থী হিসেবে কাদের নাম প্রকাশ করা হবে, নজর সেদিকে। সূত্রের খবর প্রার্থী নাম বাছাই করতে, দফায় দফায় আলোচনায় গেরুয়া শিবির। তার মাঝেই জানা গিয়েছেন, সোমবার বৈঠকে বসছে গেরুয়া শিবির। জানা গিয়েছে বিজেপির সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক বসবে সোমবার সন্ধেতে। বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ দলের শীর্ষ নেতৃত্ব। প্রথম দফায় গেরুয়া শিবির ১৯৫ জনের প্রার্থী নাম ঘোষণা করেছিল। যার মধ্যে বাংলার ৪২ আসনের মধ্যে। ২০ আসনে প্রার্থী নাম জানিয়েছিল বিজেপি। যদিও আসানসোলের প্রার্থী হিসেবে যাঁর নাম ঠিক করেছিল বিজেপি, তিনি সাফ জানিয়েছেন, এই নির্বাচনে লড়াই করবেন না তিনি। অন্যদিকে রবিবার ব্রিগেড থেকে বাংলার ৪২ আসনে প্রার্থী নাম ঘোষণা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
  • Link to this news (আজকাল)