• আজ মুক্তির দিন, ক্যা লাগু হতেই উচ্ছ্বসিত সুব্রত ঠাকুর
    আজকাল | ১২ মার্চ ২০২৪
  • রিয়া পাত্রদেশজুড়ে কার্যকর হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ (ক্যা)। সোমবার বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়। স্বাভাবিক ভাবেই নজর ছিল এই ঘোষণায় মতুয়া সম্প্রদায়ের প্রতিক্রিয়ার দিকে।আজকাল ডট ইনের সঙ্গে সুব্রত ঠাকুরের কথোপকথনে ধরা পড়ল উচ্ছ্বাসের সুর। ঠাকুরনগরের সুব্রত ঠাকুর গাইঘাটার বিজেপির বিধায়ক। ক্যা নিয়ে বিজ্ঞপ্তি জারির প্রসঙ্গে জানালেন, "ধর্মীয় ভাবে নিপীড়িত হয়ে রাতের অন্ধকারে সম্মান বাঁচাতে, প্রাণ বাঁচাতে এক কাপড়ে আসতে হয়েছিল বহু মানুষকে। এই জ্বালা যন্ত্রণার মুক্তি আজ ।" সঙ্গেই কথায় উঠে এল খেদ। রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলি তাদের ব্যবহার করেছে বলেও অভিযোগ করেন।তিনি বলেন, "এই উদ্বাস্তু মানুষ, যাঁরা ধর্মীয় ভাবে নিপীড়িত হয়ে এসেছেন, বিশেষ করে আমরা যারা মতুয়া রয়েছি, এর আগে সবাই এদের ভোট ব্যাঙ্কে ব্যবহার করেছে। এই মানুষদের কথা কেউ ভাবেনি, কী করলে আইনত তাঁরা ভারতবর্ষের নাগরিক হন। নরেন্দ্র মোদির সময়েই ক্যা পাশ হল। মাঝের এই সময়ে আমরা অপেক্ষা করে ছিলাম, কবে এই রুল ফ্রেম করে সমাজে লাগু হবে। আজ সেই বহু প্রতীক্ষিত দিন।"
  • Link to this news (আজকাল)