'পাকিস্তানি হিন্দুরা...'! ওয়াঘার ওপার থেকে সিএএ নিয়ে সরব ধর্মপ্রাণ ক্রিকেটার
২৪ ঘন্টা | ১২ মার্চ ২০২৪
পাক স্পিনার দানিশের পুরো নাম দানিশ প্রভা শঙ্কর কানেরিয়া। সিন্ধু প্রদেশের করাচিতে জন্মগ্রহণকারী ও মারোয়াড়ি হিন্দু বংশোদ্ভূত ক্রিকেটার তিনি। সম্প্রতি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। তিনি বলেছিলেন যে, ক্রিকেট কেরিয়ারে তাঁকে মুসলিম হওয়ার জন্য় রীতিমতো জোরাজুরি করতেন কিংবদন্তি পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি। এমনকী দানিশকে রীতিমতো লড়াই করতে হয়েছে তাঁর হিন্দুত্ব নিয়ে। দানিশ একজন ধর্মপ্রাণ হিন্দু। পাকিস্তানে নবরাত্রিতে তিনি দুর্গা আরাধনা করেছিলেন। সেই ভিডিয়ো ভাইরালও হয়েছিল। এমনকী দশেরাতেও রামের ছবি পোস্ট করে তিনি সকলকে শুভেচ্ছা জানিয়ে ছিলেন। বিস্ফোরক সাক্ষাৎকারে দানিশ বলেছিলেন, 'আমার কেরিয়ার ঠিক পথে ভালোই চলছিল। সেসময় আমি টেস্টে পাকিস্তানের চতুর্থ সর্বাধিক উইকেটশিকারি ছিলাম। আমি কাউন্টি ক্রিকেটও খেলছিলাম। ইনজামাম-উল-হক আমার অধিনায়ক ছিল। তিনিই দলের একমাত্র ব্য়ক্তি ছিল, যাঁর সমর্থন আমি পেয়েছিলাম। তবে শোয়েব আখতারের কথাও বলব। শোয়েবেরও সমর্থন পেয়েছিলাম। আমার বিরুদ্ধে স্পট-ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল যখন কাউন্টি খেলছিলাম। বুকির সঙ্গে দেখা হওয়ার পরেই আমি স্বীকার করেছিলাম। শুধু এইটুকুই। তবে আমাকে জোর করা হয়েছিল অভিযোগ মেনে নেওয়ার জন্য়। আমি হিন্দু বলে পিসিবি-র সমর্থন পাইনি। ওরা ভয় পেয়েছিল, যদি আমি খেলা চালিয়ে যাই, তাহলে ওদের রেকর্ড ভেঙে দেব।' আফ্রিদির অত্যাচারের প্রসঙ্গে দানিশের সংযোজন ছিল, 'আফ্রিদি ও অনান্য় প্লেয়াররা আমাকে প্রচণ্ড সমস্যায় ফেলেছিল। ওরা কখনও আমার সঙ্গে বসে খায়নি। ওরা সবসময় আমাকে ধর্ম বদলের কথা বলত। আফ্রিদ্রিই ছিল এদের পাণ্ডা, যে আমাকে জোর করত মুসলিম হওয়ার জন্য়। তবে আমার কাছে সনাতন ধর্ম সবার উপরে। আমি কিছু ভুল বলছি না বা বানিয়ে বলছি না। যদি কিছু ভুল হয়, তাহলে আমি কণ্ঠ ছাড়বই। পাকিস্তানে ধর্মান্তরের প্রচুর ঘটনা আছে। তবে কখনও এর রিপোর্ট করা হয় না। এই পরিস্থিতি সারা বিশ্বের সামনে রয়েছে। তবে আমি হিন্দু সম্প্রদায়ের জন্য় লড়াই করে যাব।' দানিশ ২০০০-২০১০ পর্যন্ত পাকিস্তানের জার্সিতে ৬১টি টেস্ট (২৬১ উইকেট) ও ১৮টি ওয়ানডে (১৫ উইকেট) খেলেছেন।