লোকসভা ভোটের আগেই বড় পদক্ষেপ কেন্দ্রের, আজই জারি হতে পারে সিএএ বিজ্ঞপ্তি'
২৪ ঘন্টা | ১২ মার্চ ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নাগরিকত্ব সংশোধনী বিল বা সিএএ সংসদে পাস হয়ে গিয়েছে অনেকদিন আগেই। কিন্তু তার নেটিফিকেশন এখনওপর্যন্ত জারি হয়নি। বিজেপির বহু নেতার মুখে শোনা যাচ্ছিল লোকসভা ভোটের আগেই জারি হতে পারে সিএএ-র বিজ্ঞপ্তি। আজই সেই বিজ্ঞপ্তি জারি করবে কেন্দ্র সরকার। এমনটাই সূত্রের খবর। সেই বিজ্ঞপ্তি জারির পরই লাগু হবে সিএএ আইন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর আজ সন্ধেয় বিজ্ঞপ্তি জারি করা হবে। তার পরই তা লাগু হয়ে যাবে। ফলে ভোটের মুখে তার প্রভাব বাংলার মতো রাজ্যে পড়বে বলেই মনে করা হচ্ছে। কারা কীভাবে নাগরিকত্ব পাবে তাও জানিয়ে দেওয়া হবে। কী রয়েছে সিএএ আইনে? ওই আইনে বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে মতো দেশগুলি থেকে মুসলিম ছাড়া অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুরা যারা ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভারতে এসেছেন তারা এদেশের নাগরিকত্ব পাবেন। আজ প্রকাশ করা হচ্ছে সেই আইনের বিধি। সিএএ-র বিধির প্রকাশের খবরের পরই নবান্নে একটি জরুরি বৈঠকে ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, তিনি বলেন কারও নাগরিকত্ব বাতিল হলে ছেড়ে কথা বলব না।আইনটি পাস হওয়ার পরপরই দেশের বিভিন্ন জায়গায় এনিয়ে আন্দোলন শুরু হয়। দিল্লির শাহিনবাগে এনিয়ে টানা আন্দোলন চলে। সিএএ নিয়ে বাংলা, অসম ও ত্রিপুরার মতো রাজ্য মাথাব্যথার কারণ হতে পারে। দেশভাগের পর থেকেই ওই তিন রাজ্য প্রতিবেশী দেশ থেকে মানুষ এসে আশ্রয় নিয়েছেন। তাদের অনেকেই এখনও তাদের নাগরিকত্ব নিয়ে সন্ধিহান। অথচ তারা ভোট দিয়েছেন তাদের ভোটার কার্ড রয়েছে, আধার রয়েছে, রেশন কার্ড-সহ অন্যান্য নথিপত্র রয়েছে। তারাও আতঙ্কে রয়েছেন। সম্প্রতি বর্ধমান, নদিয়া-সহ একাধিক জেলায় বহু মানুষের আধার বাতিল হয়ে গিয়েছিল। বহু বাকবিতন্ডার পর কেন্দ্র আশ্বাস দিয়েছে যে তাদের আধার বাতিল হবে না। কিন্তু দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্যা অন্য জায়গায়। ধর্মে হিন্দু কারও নাগরিকত্ব বাতিল হলে তার জন্য রয়েছে সিএএ। কিন্তু সংখ্যালঘুদের জন্য কী আছে? এই প্রশ্ন উঠছে।সবিস্তারে পড়ুন-