'CAA-র নামে অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে, আন্দোলন-প্রতিবাদ হবে'
২৪ ঘন্টা | ১২ মার্চ ২০২৪
সুতপা সেন: লোকসভা ভোটের আগে বড় পদক্ষেপ। আজই জারি হতে পারে CAA বিজ্ঞপ্তি? 'CAA-র নামে অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে, আন্দোলন প্রতিবাদ হবে', বললেন মুখ্যমন্ত্রী।
ঘটনাটি ঠিক কী? চার বছর পার। ২০১৯ সালের ডিসেম্বর সাংসদে পাশ হয় সংশোধিত নাগরিকত্ব বিল (CAA)। রাষ্ট্রপতি অনুমোদন করার পর সেই বিল এখন আইনে পরিণত হয়েছে। ২০২০ সালে আইন কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু ততদিনে দেশে করোনা সংক্রমণ ছড়াতে শুরু করেছে। এরপর সাতবার বিধি তৈরির মেয়াদ বাড়ানো হয়।লোকসভা ভোটের আর বেশি দেরি নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, এবার CAA বিজ্ঞপ্তি জারি করা হবে। কবে? আজ, সোমবার সন্ধ্যায়। নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, '১৯ সালে ক্য়া আইনটা পাশ হয়েছিল। আজকে ৪ বছর লেগে গেল, নির্বাচনের সময়ে, ২ মাত্র বাকি নির্বাচনের। তখনই এটা করার প্রয়োজন পড়ল, তার কারণ, এটা একটা রাজনৈতিক পরিকল্পনা। আমরা অপেক্ষা করছিলাম, আইন আসলে কী করেছে। এখনও পর্যন্ত বিজ্ঞপ্তিটা আমরা পাইনি। যে বিধিটা করেছে, সেই বিধিতে কী বলা আছে। রিপোর্ট দেখার পর, কাগজ হাতে পাওয়ার পর, ডিটেলসটা আমি কালকে হাবড়ার মিটিং থেকে বলব'।মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, ‘আমি আগে আইনটা দেখব। যদি দেখি কোনো শ্রেণীর মানুষের ওপর বৈষম্য করা হচ্ছে সেটার কড়া বিরোধিতা করব। কোনও বৈষম্য মানব না’। তিনি বলেন, 'আধার কার্ড বাতিল করার চেষ্টা করেছিল। আমরা তার প্রতিবাদ করেছিলাম। এবারেও যদি সেরকম কিছু ঘটে আমরা আবারও প্রতিবাদ করব। সকলে নিশ্চিন্ত থাকুন'।