বিধান নস্কর: এসএলএসটি চাকরিপ্রার্থীদের নিয়োগ জট খুলতে ফের বৈঠক করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও তৃণমূল নেতা কুণাল ঘোষ। সোমবার দুপুরে সল্টলেকের বিকাশ ভবনে এই বৈঠকে সমস্ত দিক খতিয়ে দেখে নিয়োগ জট খোলা নিয়ে একটি ব্লু প্রিন্ট তৈরি করা হয়। তবে তার বৈধতা কতটা রয়েছে তা জানতে হাই কোর্টের দ্বারস্থ রাজ্য সরকারের প্রতিনিধিদল।
এদিন বিকাশ ভবনে আসেন এসএলএসটি (নবম থেকে দ্বাদশ) চাকরিপ্রার্থীরা। তাঁদের নিয়োগ জট খোলার বিষয়ে একটি বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন, ব্রাত্য বসু, কুণাল ঘোষ, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, শিক্ষাসচিব মণীশ জৈন-সহ আরও অনেকে। বৈঠক শেষে কুণাল ঘোষ জানান,?নিয়োগের জটটা একটা বিকট জটে দাঁড়িয়েছিল। এবং সেই জটটা কারও কারও ভুলে তৈরি হয়েছে। সেটা অস্বীকার করার কোনও জায়গা নেই। তবে এখন জট যে সম্পূর্ণ খুলে গিয়েছে সেটা বলার মতো জায়গা নেই।? এই প্রসঙ্গে বলতে গিয়ে কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিঁধে তিনি দাবি করেন, বিচারপতি থাকাকালীন তিনি চাইলে নিয়োগ জট কাটাতে পারতেন। কিন্তু তিনি তা না করে আরও জট পাকিয়ে দিয়েছেন।
এদিনের বৈঠকে তৈরি করা ব্লু প্রিন্টের বৈধতা নিয়ে অ্যাডভোকেট জেনারেলের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন ব্রাত্য বসু, মণীশ জৈন এবং কুণাল ঘোষ। এনিয়ে তৃণমূল নেতা বলেন, ?সরকারের সদিচ্ছায় এমন একটা জায়গায় পৌঁছনো গিয়েছে যেখানে সমস্ত দিক খতিয়ে দেখে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে একটা লাইন অফ অ্যাকশনের ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে। সেটা আইনি বৈধতা সাপেক্ষ। যে ফর্মুলাটা তৈরি হয়েছে সেটাতে যদি মাননীয় এজি সবুজ সংকেত দেন এবং তা গণ্য করা হয় সেক্ষেত্রে সরকার অবিলম্বে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে পারে।?
বৈঠকের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ?আন্দোলনকারীরা ঝড়-জল উপেক্ষা করে দীর্ঘদিন ধরে যে রাস্তায় বসে আছেন। তাদের যাতে খানিকটা সুরাহা আমরা করতে পারি সেই লক্ষ্য নিয়েই আমরা অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে বৈঠক করতে যাচ্ছি।? অন্যদিকে চাকরিপ্রার্থীরা জানান,? আজকে যে বৈঠক হয়েছে তাতে আমরা আশা করছি দ্রুত নিয়োগের জট কাটবে। কিন্তু যতক্ষণ না জট সম্পূর্ণ কাটছে এবং প্রায় সাড়ে পাঁচ হাজার চাকরিপ্রার্থীরা চাকরি পাচ্ছেন, আমরা নিয়োগপত্র হাতে পাচ্ছি ততক্ষণ আমরা নিশ্চিন্ত হতে পারছি না।? জানা গিয়েছে, অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে বৈঠকের পর আবারও সাংবাদিক সম্মেলন করবেন ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ।