তার মধ্যেই ৫ জানুয়ারির হামলার ঘটনায় শাহজাহানের মোবাইল ফোনের কললিস্ট এবং টাওয়ার লোকেশন দেখে বেশ কয়েকজন অনুগামীকে চিহ্নিত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার তাদেরই একে একে ডেকে পাঠাচ্ছেন তদন্তকারীরা। সূত্রের খবর, তাঁদেরই একজন এই পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন। ডেকে পাঠানোর পর, শাহজাহানের ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা সোমবার সিবিআই দফতরে হাজিরা দেন।