Tripura pact: বিজেপি সরকারের সৌজন্যে কেন্দ্র-আদিবাসী চুক্তি, ত্রিপুরায় বাঙালি দ্বিতীয় শ্রেণির নাগরিক হওয়ার পথে?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১২ মার্চ ২০২৪
Tripura govt-TIPRA Motha:
কেন্দ্র এক বিবৃতিতে, ‘এই চুক্তির অধীনে, ত্রিপুরার আদিবাসীদের ইতিহাস, ভূমি এবং রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক উন্নয়ন, পরিচয়, সংস্কৃতি এবং ভাষা সম্পর্কিত সমস্ত সমস্যা সৌহার্দ্যপূর্ণভাবে সমাধান করতে রাজি হয়েছে। সঙ্গে, একটি সম্মানজনক সমাধান নিশ্চিত করতে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে ওপরে উল্লিখিত সমস্ত বিষয়ে যৌথভাবে বাস্তবসম্মত সমাধান নিশ্চিত করতে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ বা কমিটি গঠন করতে রাজি হয়েছে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকার এক বিবৃতিতে বলেছে, চুক্তিটি বাস্তবায়নের জন্য একটি অনুকূল পরিবেশ বজায় রাখতে, সমস্ত অংশীদাররা চুক্তি স্বাক্ষরের দিন থেকে শুরু করে যে কোনও ধরনের প্রতিবাদ বা আন্দোলন অবলম্বন করা থেকে বিরত থাকবেন।’