গগৈ বলেছেন, ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল এবং বর্তমান হিমন্ত বিশ্বশর্মা দিল্লির কাছে বিক্রি হয়ে গেছেন আর এই আইনকে সমর্থন জানিয়েছেন। অসমের জনতা এই অপরাধ ক্ষমা করবেন না। এটা অসমিয়া সমাজের প্রতি অপরাধ।’ উল্লেখ্য, ২০১৯ সালে সিএএ নিয়ে সবচেয়ে অগ্নিগর্ভ হয়েছিল অসম। সেই সময় বিক্ষোভ-আন্দোলনে ৫ জনের মৃত্যু হয়েছিল।