পন্টিং নিজে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। শুধু অধিনায়ক বলা ভুল। বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের অধিনায়ক ছিলেন। সেই পন্টিং, পন্থের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, গোটা বিশ্ব পন্থের জন্য অপেক্ষায়। ‘শুধুমাত্র দিল্লি ক্যাপিটালসের কোচের দৃষ্টিকোণ থেকে নয়। ও ফের ক্রিকেট খেলছে, আমি সেটাই দেখতে চাই। আমি মনে করি, গোটা বিশ্ব সেটা চায়। ও তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে ফিরুক। সবার এমনটাই আশা। যদি ও সেটা করতে পারে, আমি নিশ্চিত যে দিল্লি কিছু ম্যাচ জিতবেই। আর এই মরশুমটা আমাদের ভালো কাটবে।’ দিল্লি কোচ আত্মবিশ্বাসী যে পন্থ গত ১৫ মাস ধরে ক্রিকেট থেকে দূরে থাকলেও প্রত্যাবর্তনে ভয় পাবেন না। পন্টিংয়ের কথায়, ‘আমি নিশ্চিত, গত ১৫ মাস ক্রিকেটকে মিস করলেও ও বিনা দ্বিধায় কামব্যাক করবে।’