• Arjun Singh: সরল মমতা-অভিষেকের ছবি, আজই কি বিজেপিতে ‘অভিমানী’ অর্জুন? দিলেন বড় ইঙ্গিত
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১২ মার্চ ২০২৪
  • Arjun Singh to leave TMC:

    তাঁকে প্রশ্ন করা হয়, তা হলে কি এ বার পার্থ ভৌমিক বনাম অর্জুন সিংহের লড়াই দেখা যাবে ব্যারাকপুরে? উত্তরে অর্জুনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘‘তাই তো হওয়া উচিত। তবে পার্থ আমার ভাল বন্ধু।’’ অর্জুনের ঘনিষ্ঠমহলে চর্চা, তাঁকে বরাহনগর আসন থেকে বিধায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। সম্প্রতি ওই আসনের বিধায়ক তাপস রায় ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। অর্জুনকে ওই আসন থেকে জিতিয়ে রাজ্য মন্ত্রিসভার সদস্য করা হতে পারে বলেও নাকি প্রস্তাব দেওয়া হয়। তবে অর্জুন ব্যারাকপুরের মাটি ছাড়তে চান না বলেই আপাতত সিদ্ধান্ত নিয়েছেন।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)